চৌদ্দগ্রামে মেয়র পদে আ’লীগের মীরু বিজয়ী, বাতিল দাবি বিএনপির

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ৩০ জানুয়ারি, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : গতকাল শনিবার অনুষ্ঠিত চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে বেসরকারী ফলাফলে মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থী জি এম মীর হোসেন মীরু নৌকা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ১৫ হাজার ৯’শ ২৮ ভোট ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হারুন অর রশিদ মজুমদার পেয়েছেন ১৮’শ ৮০ ভোট।

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মোশারফ হোসেন, ২নং ওয়ার্ডে সাইফুল ইসলাম পাটোয়ারী, ৩নং ওয়ার্ডে শরিফুল ইসলাম, ৪নং ওয়ার্ডে কামাল উদ্দিন, ৫নং ওয়ার্ডে বদিউল আলম পাটোয়ারী, ৬নং ওয়ার্ডে মফিজুর রহমান, ৭ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম শাহীন, ৮নং ওয়ার্ডে কাজী বাবুল ও ৯ নং ওয়ার্ডে মিজানুর রহমান জয়লাভ করেছেন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বৃহত্তর ১-৩নং ওযার্ডে কহিনুর আক্তার, ৪-৬নং ওয়ার্ডে ফিরোজা বেগম, ৭-৯নং ওযার্ডে আমেনা বেগম জয়লাভ করেছেন। এদিকে বিকেল সাড়ে ৪ টায় চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির মেয়র প্রার্থী হারুন অর রশিদ মজুমদার কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিল দাবি করে পুণ নির্বাচনের দাবি জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা, সাবেক সভাপতি জিএম তাহের পলাশী, সাাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াছিন পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

চৌদ্দগ্রাম পৌরসভায মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন এবং সংরক্ষিত নারী আউন্সিলর পদে ১০ জন প্রার্থী ছিলেন। চৌদ্দগ্রাম পৌরসভায় মোট ভোটার ২৮ হাজার ১ শত ৯৭ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৪৩ জন এবং মহিলা ভোটার ১৪ হাজার ১শত ৫৪ জন। ১২টি কেন্দ্রের ৭৫টি বুথে ভোট গ্রহন করা হয়েছে। ব্যালট পেপারের নিরাপত্তা নিশ্চিত করে সকালে সকল কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় ব্যালট পেপার পৌছানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *