চৌদ্দগ্রামে নতুন ১২ জনসহ করোনায় আক্রান্ত ২’শ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ২০ জুন, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নতুন করে ১২ জনসহ করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে। এরমধ্যে হোম কোয়ারেন্টিনে থেকে সুস্থ্য হয়েছেন ৬৫ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। উপজেলায় ১০৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৯৪৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমান।

তিনি জানান, গত ১৬ জুন সংগ্রহ করা নমুনার পরীক্ষা শেষে ২০ জুন ৩৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। এরমধ্যে নতুন আক্রান্ত ১২ জন। তারা হলেন; চৌদ্দগ্রাম পৌরসভার গোমারবাড়ির মাসুদ রানা, পশ্চিম ধনমুড়ির তহুরা বেগম, উজিরপুর ইউনিয়নের শিবপুরের সহিদুল ইসলাম, সামুকসার গ্রামের লুতফা বেগম, মুন্সিরহাট ইউনিয়নের আবদুল মমিন, কালিকাপুরের মেহেদী হাসান রাজু, চিওড়ার আলমগী হোসেন।

এছাড়া ঠিকানা বিহীন ইমতিয়াজ উদ্দিন, ইসতিয়াক উদ্দিন, বিলকিস বেগম, ইয়াসিন ও আরিফ মাওলা। এদিকে দিন দিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *