চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবীতে ফরিদগঞ্জে মানববন্ধন

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি, কামরুজ্জামান, ২৫ জুন, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চাঁদপুর- লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়েকর ডাকাতিয়া নদীর উপর অবস্থিত চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবীতে মানববন্ধন করেছে শ্রমিক, চালকসহ সাধারণ মানুষ।

বৃহষ্পতিবার বিকালে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড শ্রমিক জনতা ঐক্য পরিষদের উদ্যোগে ও উপজেলা এবং পৌর শ্রমিকলীগের সহযোগিতায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক জনতা ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি কাজী হানিফ, সাধারণ সম্পাদক শাহআলম মিয়াজী, পৌর শ্রমিকলীগের সভাপতি কাজী কাউছার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কে যাতায়াত কারী যানবাহন থেকে ডাকাতিয়া নদীর উপর নির্মিত চাঁদপুর সেতুতে টোল আদায় গত ২০০৫ সাল থেকে চলছেই।

ডাকাতিয়া নদীর উপর চাঁদপুরে একই মাপের তিনটি সেতুর মধ্যে দুটির টোল আদায় বন্ধ হলেও শুধু বন্ধ হয়নি চাঁদপুর সেতুর টোল আদায়। জনগন ও চালকদের অভিযোগ টোল আদায়ের ক্ষেত্রে সড়ক ও জনপথ বিভাগ দ্বৈত নীতি অবলম্বন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *