এক্সিম ব্যাংক উদ্যোক্তা’র সাড়ে ৬৯ লাখ শেয়ার বিক্রি

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০১৭, (বিডি ক্রাইম নিউজ ২৪) :  ৬৯ লাখ ৪৪ হাজার ৮০০টি শেয়ার বিক্রি শেষ করেছেন এক্সিম ব্যাংকের উদ্যোক্তা রেবেকা খাতুন। ঘোষণা অনুযায়ী বাজার মূল্যে তিনি এ শেয়ার বিক্রি করেন।

রোববার (২৪ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েসবাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর তিনি তার হাতে থাকা ১ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার ৭৮২টি শেয়ারের মাধ্যে ৬৯ লাখ ৪৪ হাজার ৮০০টি শেয়ার বিক্রির ষোঘণা দেন।
নিয়ম অনুসারে ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে বাজার মূল্যে এ শেয়ার  বিক্রি করতে হবে।

ব্যাংক খাতের কোম্পানিটির উদ্যোক্তাদের হাতে বর্তমানে ৪২ দশমিক ৮৩ শতাংশ শেয়ার রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৮ দশমিক ২৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৫ দশমিক ৩৩ শতাংশ। এছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩ দশমিক ৫৭ শতাংশ শেয়ার।

২০০৪ সালে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। রোববার দিনের শুরুতে শেয়ারটি লেনদেন হয়েছে ১৭ দশমিক ১০ টাকায়।

কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৪১ কোটি ২২ লাখ ৫১ হাজার ৬৮টি। যার বাজার মূলধন দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৪১৪ কোটি ৯৪ লাখ ৯৩ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *