চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নে চারজনের করোনা পজেটিভ, দুইটি বাড়ি লকডাউন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ২৭ মে, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা ও কুলাসার গ্রামের দুইটি বাড়ি লকডাউন করা হয়েছে। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন ৫নং ওয়ার্ড মেম্বার শাহাদাত হোসেন শিমুল।
তিনি বলেন, ‘পূর্ব ডেকরা গ্রামের চারজনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তারা সবাই একই বাড়ির। ২৬ মে মঙ্গলবার থেকে ওই বাড়ি এবং কুলাসার গ্রামেও একটি বাড়ি লকডাউন করা হয়। লকডাউনে থাকা ব্যক্তিদের সকল প্রয়োজনীয় ওষুধ ও খাদ্য সামগ্রী পৌঁছাতে তাঁর নেতৃত্বে একটি টিম কাজ করছে। যাতে তারা কোন কিছুর ঘাটতিতে পড়তে না হয়।
ইউপি মেম্বার আক্ষেপ করে বলেন, যাদের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে, তাদেরকে মোবাইলে বা আত্মীয় স্বজনের মাধ্যমে সাহস না জুগিয়ে কতিপয় ব্যক্তি শুধু ফেসবুকে মিথ্যা লেখালেখি করছে। তাছাড়া দুইটি বাড়ি ছাড়া অন্য কোথাও লকডাউন করা হয়নি। তবে এক বাড়ি থেকে অন্য বাড়ি বা এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে সকলকে নিষেধ করা হয়েছে।