মাদারীপুর কারাগার থেকে ৭৪জন বন্দীকে মুক্তি দেয়ার প্রস্তাব
মাদারীপুর জেলা প্রতিনিধি, আরিফুর রহমান, ০৮ এপ্রিল, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মাদারীপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শহিদুল ইসলাম জানান, করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে মাদরীপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৭৪ জন বন্দীকে মুক্তি দেয়ার প্রস্তাব কারা অধিদপ্তরে পাঠানো হয়েছে।
কারা মুক্তির জন্য পাঠানো প্রস্তাবের মধ্যে অপেক্ষাকৃত লঘু অপরাধে ৪৯ জন, বিভিন্ন বিচারাধীন মামলার আসামী (হাজতি) ২০ জন, লাইফ সাজাপ্রাপ্ত বন্দী ৫জন, সব মিলিয়ে ৭৪ জন। কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসজনিত কারণে ৭৪ জনের নামের তালিকা কারা অধিদপ্তরের পাঠানো হয়েছে।
উল্লেখ্য, করোনা ভাইরাসজনিত কারণে সরকারের নেয়া ৩ হাজার হাজতি ও দেড় হাজার সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেয়ার প্রস্তাবনার অংশ হিসেবে মাদরীপুর থেকে এ তালিকা পাঠানো হলো।