মনোহরদী পৌরসভায় হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র
নরসিংদী জেলা প্রতিনিধি, কে. এইচ. নজরুল ইসলাম, ২৯ মার্চ ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সারা বিশ্বের মত বাংলাদেশও বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত। করোনা ভাইরাস যাতে আমাদের দেশে মহামারি আকার ধারণ করতে না পারে সে বিষয়ে সরকার খুবই তৎপর। আর সে কারণেই সারা দেশ আজ প্রায় লকডাউন। এখন চলছে ১০ দিনের লম্বা সরকারি ছুটি। খেটে খাওয়া হতদরিদ্র মানুষগুলোও আজ ঘরবন্দি।
তাই বলে খেঁটে খাওয়া এই মানুষগুলো না খেয়ে দিন পার করবে না। খেটে খাওয়া এই মানুষগুলোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাবেন আর তাই এদের জন্য ব্যবস্থা করেছেন ত্রাণের। সারা বাংলায় এই ত্রাণ কার্যক্রম চলবে। এরই ধারাবাহিকতায় নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার নেয় মনোহরদীতেও এই কার্যক্রম নিবেদিত আছে।
মনোহরদী পৌরসভায় পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন পৌর শহরে হতদরিদ্রের মাঝে খাদ্য সমগ্রী বিতরণ করেন। গতকাল শনিবার রাতে পৌর শহরের মহল্লায় মহল্লায় খাদ্য সমগ্রী বিতরণ করেন।
খাদ্য সমগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, পৌর কমিশনার হারুন মাঝী, কামাল হোসেন, আকরাম হোসেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুনুর ইসলাম নাঈম প্রমুখ।