মাদারীপুরের শিবচরে খাদ্য সহায়তা পেয়েছে জেলে সহ ৬০০ পরিবার
মাদারীপুর জেলা প্রতিনিধি, আরিফুর রহমান, ২৭ মার্চ, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মাদারীপুরের শিবচরে করোনা ভাইরাসের লকডাউনের সপ্তম দিনের মাথায় খাদ্য সহায়তা পেয়েছে জেলে সহ ৬০০ পরিবার। এছাড়া গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) শিবচর রাধাগোবিন্দ মন্দির মাঠে জাতীয় সংসদের চীফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ২০কেজি চাল, ডাল, তেল, চিনি, ওষুধসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। এর দুইদিন আগে লকডাউনে থাকা শিবচর উপজেলার দুই হাজার পরিবারকে বিভিন্ন খাদ্যদ্রব্য দেয়া হয়।
শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান জানান, গত ২০ মার্চ, শিবচর পৌরসভার দুটি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের একটি গ্রাম ও দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের একিট গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়। এর ফলে প্রায় ৮০ হাজার মানুষ গৃহবন্দি হয়ে পড়ে। এজন্য স্থানীয় সংসদ চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এদিকে লকডাউন ঘোষণার পর শিবচর উপজেলার হাটবাজারে কমে গেছে লোকজনের সমাগম। পরিস্থিতি মোকাবেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোষ্ট। এছাড়া রাস্তাঘাট পরিষ্কার রাখতে ব্লিচিং পাউডার মেশানো পানি ছেটানো হচ্ছে প্রতিনিয়ত।