সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ অসুস্থ হয়ে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে
রংপুর, ২৯ সেপ্টেম্বর, ২০১৭, (বিডি ক্রাইম নিউজ ২৪) : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ অসুস্থ হয়ে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রংপুর সফররত এরশাদ সন্ধ্যায় সাহেবগঞ্জ এলাকায় একটি পথসভায় অংশ নেন। সেখানে অসুস্থতা অনুভব করলে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে নেওয়া হয় তাকে। এ খবর নিশ্চিত করেছেন রংপুরের এক নেতা। তবে ঠিক কী সমস্যায় এরশাদ হাসপাতালে ভর্তি হয়েছেন জানাতে পারেননি। ওই নেতা জানিয়েছেন, একটু অসুস্থতা অনুভব করায় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে সমস্যা জটিল নয় বলে চিকিৎসকরা বলছেন।