সাতক্ষীরা তালার পাঁচপাড়া মাঠে সীমানা পিলার (পিন) চুরি
সাতক্ষীরা জেলা প্রতিনিধি, হেলাল উদ্দীন, ০৯ জানুয়ারি ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সাতক্ষীরা তালায় সীমান্তে সীমানা পিলার (পিন) চুরি হয়েছে। এলাকাবাসী সুত্রে প্রকাশ, গত ৮ জানুয়ারী গভীর রাতে ১নং ধানদিয়া ইউনিয়নের পাঁচ পাড়া গ্রামের ডিবের মাঠ নামক স্থানে রাস্তার মধ্যে খানে খুড়ে কে বা কাহারা সীমানা পিলার (পিন) চুরি করে নিয়ে গেছে।
এব্যাপারে স্থানীয় ইউ,পি সদ্স্য মান্নান খাঁ জানান, আমাকে ফোন করে একজন জানিয়েছে। রাস্তা খুড়ে সীমানা পিলার (পিন) চুরি করে নিয়ে গেছে।রাস্তা খুড়ার কারনে জনসাধারণের চলাচলের বিঘ্নিত হচ্ছে।
এব্যাপারে পাটকেলঘাটা থানা ডিউটি অফিসার এ,এস,আই নিজাম জনান, আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। প্রাচীন ‘ম্যাগনেটিক’ সীমানা পিলার স্থাপন নিয়ে অনেক গুজব ও জনশ্রুতি আছে। কেউ কেউ এটিকে প্রাচীন মূল্যবান ‘ম্যাগনেটিক’ পিলার বলে আখ্যায়িত করছেন।
আবার কেউ কেউ বলছেন, গত কয়েক বছর ধরে এই পিলার কোটি টাকা মূল্যে বিক্রি হচ্ছে এমন গুজবে অনেকে মাটি থেকে পিলার তুলে ফেলে এবং বিভিন্ন দালালদের মাধ্যমে বিক্রি করে। সীমান্ত পিলারগুলো বিদ্যুৎ সুপরিবাহি ছিল।
ফলে বজ্রপাতের সময় এটি প্রতিশোধক হিসাবে কাজ করত । বজ্রপাতের বিদ্যুত সরাসরি পিলারে দিয়ে মাটিতে চলে যেত। তাই গত কয়েক বছর যাবৎ অধিক মাত্রায় বজ্রপাত, এই পিলার চুরি করে বিক্রি করাও অন্যতম কারণ বলে বিশেষজ্ঞরা ধারনা করেছেন।