চৌদ্দগ্রাম ১৬ জন নতুন নিয়োগ প্রাপ্ত চিকিৎসককে শুভেচ্ছা সভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মো. আব্দুল মান্নান, ১৪ ডিসেম্বর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : গতকাল শনিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনে ৩৯তম বিসিএস এ নব-নিয়োগপ্রাপ্ত সম্মানিত ১৬ জন চিকিৎসককে শুভেচ্ছা ও অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভা সভাপতিত্বে করেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান।
চৌদ্দগ্রাম উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর হাবিবুর রহমানের সঞ্চালনায় উক্ত সভা অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম কিবরিয়া টিপু, মেডিকেল অফিসার ডাঃ কাজী আবদুল মমিন, ডাঃ তাসলিমা শামীমা আশ্রাফী, ডাঃ মেছবাহ উদ্দিন, ডাঃ সামছুল ইসলাম রানা, ডাঃ সিরাজ সালেক, সিনিয়র নার্স হাসিনা বেগম প্রমুখ।
আলোচনা শেষে নতুন নিয়োগপ্রাপ্ত ১৬ জন চিকিৎসককে নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান ফুল দিয়ে বরণ করেন।