খোলা ভাবে বালি বহন ভোগান্তিতে জনগণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি, সাজু খন্দকার, ৩১ অক্টোবর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নওগাঁর ধামইরহাটের রসপুর পয়েন্ট থেকে বিভিন্ন জায়গায় বালি যাওয়া আসা করে নিত্য দিন। কিন্তু অধিকাংশ গাড়িতেই দেখা যায় না ঝাঁপনি দেওয়া এর কারণে মারাত্মক ভোগান্তিতে পড়ছেন পথচারীরা ।
যদিও বাংলাদেশের আইন অনুযায়ী সকল প্রকার গাড়িতে ঝাঁপনি দিয়ে বালি বহন করার আদেশ রয়েছে কিন্তু আইন কে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন ঝাঁপনি বিহীন বালি বহন করছে গাড়ির মালিক ও চালকেরা ।
আজকে ধামইরহাটের আঞ্চলিক সড়ক রসপুর টু আগ্রাদ্বীগুনের রাস্তায় বালি ভর্তি একটি ট্রাক্টর দেখা যায় কিন্তু ঝাঁপনি না থাকায় বালি এসে পড়ে এক মোটরবাইক আরোহীর চোখে আর সঙ্গে সঙ্গে বাইক চালক পড়ে যায় খাদে। আর তাই নিরাপদ ভাবে পথচলার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।