চৌদ্দগ্রামে জাতীয় কৃষি কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ-২০১৯ উদ্ভোধন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০১ অক্টোবর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সারা দেশে ন্যায় গতকাল মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ-২০১৯ উদ্ভোধন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকিনা বেগম।
উক্ত কৃমি নিয়ন্ত্রন সপ্তাহে প্রধান অতিথি ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমান।
উক্ত অনুষ্ঠানে অন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মেয়ারা কুলছুম, চৌদ্দগ্রাম উপজেলা স্যানেটারী ইন্স্যুপেক্টর হাবিবুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য যে, চৌদ্দগ্রাম উপজেলার (৫-১৬) বছর বয়সী প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সপ্তাহ ব্যাপী (১-৭) অক্টোবর ১ লক্ষ ৩১ হাজার ২১৮ জন শিশু ১ ডোজ ৫০০ গ্রাম মেবেনডাজল টেবলেট খাওয়ানো হবে।