ঝিনাইদহে জমি আছে ঘর নাই প্রকল্পের ঘর নির্মানের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি, মোঃ জাহিদুর রহমান তারিক, ১৪ জুন, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : প্রধানমন্ত্রীর ‘আশ্রয়ণ’ প্রকল্পের আওতায় ‘যার জমি আছে ঘর নাই’ প্রকল্পের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার সুরাট ইউনিয়নের পুর্ব কৃষ্ণপুর গ্রামে এ ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দ্দার কেবিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ‘আশ্রয়ণ’ প্রকল্পের আওতায় ‘যার জমি আছে ঘর নাই’ প্রকল্পে ঝিনাইদহ সদর উপজেলার ১৭টি ইউনিয়নে ২’শ ১৮ জন অসহায়দের মাঝে প্রতিটি ১ লাখ টাকা ব্যয়ে ঘর নির্মাণ করা হবে।