সচেতন নাগরিক তৈরির কারখানা

কবিতা, ০৯ মে, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪): 

সচেতন নাগরিক তৈরির কারখানা
.
……. ফাইয়াজ ইসলাম ফাহিম
.
সচেতন নাগরিক তৈরির কারখানায়
যোগ দিবে কে?
সচেতন নাগরিক হতে চাইলে
যোগ দাও কফে।
.
কফ সচেতন নাগরিক তৈরির কারখানা
স্বচ্ছ মন করে স্থাপন,
সচেতন নাগরিক হয়ে ফিরবে
মস্তিষ্কে স্বচ্ছ ভাবনার উড়বে কেতন।
.
কফ সচেতন নাগরিক তৈরির কারখানা
কফ করে নাকো জারিজুরি,
কফ সত্যের পথে অবিচল থাকে
অন্যায় কে তুড়ি মেরে দেয় উড়ি।
.
কফ সচেতন নাগরিক তৈরির কারখানা
সচেতন নাগরিক করে  আমদানি,
বঙ্গমাতার সুখের জন্য
সকল জড়া-জীর্ণ নাগরিক কে
যমদেশে করে রপ্তানি।
.
কফ সচেতন নাগরিক তৈরির কারখানা
সচেতন নাগরিক করে সৃষ্টি,
কফের কারিগর – যন্ত্রপাতি দেখে যাও
ভালবাসা, মায়া মাখানো আহ্ কি মিষ্টি?
.
উৎসর্গঃ সচেতন নাগরিক তৈরির কারখানা Citizens Open Forum (COF),সংগঠন কে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *