বগুড়ায় কলেজ শিক্ষকের বাসায় হামলা, অভিযোগ নেয়নি পুলিশ
বগুড়া প্রতিনিধি, এম নজরুল ইসলাম, ০২ এপ্রিল ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : বগুড়ার নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রী কলেজের এক প্রভাষকের বাসায় হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় থানা পুলিশ অভিযোগ নেয়নি বলে দাবি করেছেন ভূক্তভোগী।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে মনসুর হোসেন ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক ফজলুল করিম সুজা’র পৌর শহরের কলেজপাড়া মহল্যার বাসায় হামলা চালায় একদল দূর্বৃত্ত। বাসার জানালা ও প্রাচীরের ঢেউটিন ভাংচুর করে এবং অকথ্য ভাষায় গালিগালজ করে।
শনিবার বিকালে প্রভাষক সুজা জানান, রাত ১১টার দিকে কে বা কাহারা তার বাসার জানালা ও প্রাচীরের টেউটিনে প্রচন্ড জোরে আঘাত করে ভাংচুর করতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে বাসার মেইন গেট খুলতে বলে।
তখন তিনি চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি বলেন, থানায় অভিযোগ করতে গেলে পুলিশ বলেছে ‘দূর্বৃত্তদের নাম ঠিকানা নিয়ে এসে অভিযোগ করেন’।
এপ্রসঙ্গে থানার ওসি নাসির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।