নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারী নিহত
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ২৪ মার্চ ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুল আলম (৪০) পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এক কর্মচারী নিহত হয়েছেন। শনিবার (২৪ মার্চ) ইনফিনিটি টেক্সটাইলে নতুন বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী হাসিবুল আলমকে উদ্ধার করে হাসপালে নিয়ে যায়।
নরসিংদী সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান সাংবাদিকদের বলেন, নতুন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ তলা থেকে নিচে পড়ে যান হাসিবুল। পরে গুরুতর অবস্থায় তাকে নরসিংদী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।