বগুড়ায় মেঠো পথে হুইপ ওমর, ফেসবুকে ভাইরাল
বগুড়া প্রতিনিধি, এম নজরুল ইসলাম, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ছবি যেন শুধু ছবি নয়। কখনো রিক্সায়, কখনো ভ্যানে, আবার কখনো পায়ে হেঁটে গ্রামের মেঠো পথে ছুটে যাচ্ছেন বগুড়া-৬ সদর সংসদীয় আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর এমপি।
তিনি অত্যন্ত সাধারণ একজন মানুষ। রিক্সায় কিংবা ভ্যানে অথবা অটো ইজিবাইকে চড়ে বেড়িয়েছেন, যা সত্যিই মানুষকে অবাক করেছে। রিতিমত তোলপাড় করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটে। ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভ‚লায় রে। মনে পড়ে গেলো রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় গানটি।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) গ্রামের সরু কাঁচা রাস্তায় ইজিবাইকে চড়ে বগুড়া সদর আসনের গ্রামে গ্রামে রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নকল্পে পরিদর্শনে যান জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর এমপি। ছবিতে ওমর এমপি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ইট বিছানো একটি পথে দিয়ে যেতেও দেখা যায়।
সাথে ছিলেন বগুড়া সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচ এম ইকবাল, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম শহীদ, বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক সুলতান আহমেদ সহ দলীয় নেতাকর্মী। নুরুল ইসলাম ওমর এমপি অটো ইজিবাইকে চড়ে গ্রাম পরিদর্শনের ছবি ফেসবুকে পোষ্ট করার পর থেকে রিতিমত তোলপাড় চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে ভাইরাল হয় ছবিটি।
এসময় রাস্তায় চলাচলরত পথচারী একরাম হোসেন, জাহেদুর রহমান, সজিব আহমেদ, জুয়েল রানাসহ স্থানীয়রা সাংবাদিকদের বলেন, এমপিরা প্রকল্প দেখতে গিয়ে লম্বা লম্বা নির্দেশনা দেন। কিন্তু ব্যতিক্রমি এক ঘটনা ঘটালেন আমাদের এমপি নুরুল ইসলাম ওমর।
এমন একটি দৃশ্য দেখে যে কেও হতভম্ভ হবেন সেটিই স্বাভাবিক। ওমর এমপি একজন সাধারন মানুষের মতোই আমাদের কাছে ছুটে আসেন। সবসময় গ্রামের মানুষের খোজখবর নেন। এরআগে আমরা এমন এমপি পাইনি।