চৌদ্দগ্রাম বোরোধানে মাজরা পোকার আক্রমণ দিশেহারা কৃষক
বিশেষ প্রতিনিধি, মীর মোজাহারুল হক, ০৪ মে ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চৌদ্দগ্রাম বোরোধানে মাজরা পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। কয়েক বার বালাইনাশক দিয়েও কোন প্রতিকার হচ্ছেনা। কৃষকরা বলছেন মাজরা পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন তারা। কয়েক দপায় কিটনাশক প্রয়োগ করেও কোন লাভ হয়নি। মাজরা পোকায় ধানের শিষ বের হওয়ার সময় কেটে নষ্ট করে পেলেছে।
চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের ঘাসিগ্রাম মানিকপুর সহ বিভিন্ন এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায় প্রতিটা জমিতে মরা ধানের শিষ বের হয়েছে। জমির প্রায় ২৫ শতাংশ ধান পোকায় কেটে নষ্ট করে পেলেছে। পোকার আক্রমণ থেকে ৯৪,৮৯,২৯, বিনা ২৫, ২৮ সহ কোন জাতের ধানই রেহায় পায়নি। এ কারনে খাদ্য সংকটে পড়তে পারে এই মৌসুমে। কৃষকদের দাবি গত মৌসুমের তুলনায় মাজরা পোকার আক্রমণ এবার বেশী। কৃষক ভবেশ চন্দ্র সেন জানান সময়মত পরামর্শ না পাওয়াতে মাজরা পোকা দমন করা সম্ভব হয়নি।
কৃষক নজির আহাম্মদে জানান, দোকান থেকে বিষ জাতীয় ঔষধ কিনে জমিতে দিয়ে কোন লাভ হচ্ছে বলে মনে হচ্ছেনা। জমিতে তিন চার বার ঔষধ দিয়েও কোন কাজ হয়নি। বিষ নিয়েও সন্দেহ পোষন করেন কেউ কেউ। কৃষক মোঃ শাহ্জালাল জানান, এবার যে হারে পোকায় আক্রমণ করেছে বাড়িতে ধান না নিয়ে চিটা নিয়েই যেতে হবে। বৃষ্টি না হওয়ায় পোকায় আক্রমণ করেছে বেশী। এ বিষয়ে যথাযত কতৃপক্ষের আন্তরিকতা প্রয়োজন সময়মত প্রতিকার পেলে কৃষকের এমন ক্ষতি হতোনা বলে অভিজ্ঞ মহল মনে করেন।