শিক্ষার্থীদের জন্য গুগলের ফ্রি এআই
এআই প্রিমিয়াম সেবার মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবে শক্তিশালী এআই টুল ‘জেমিনি অ্যাডভান্সড’ এবং বাস্তব কথোপকথনের সুবিধাযুক্ত ‘জেমিনি লাইভ’। সেইসঙ্গে গুগল ওয়ার্কপ্লেসে এআই সহকারী ব্যবহার করে ডকুমেন্ট, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন তৈরিও হবে আগের চেয়ে সহজ ও দ্রুত। শুধু তাই নয়, অফারের আওতায় থাকছে ‘নোটবুকএলএম’ নামের গবেষণা ও নথি বিশ্লেষণ টুল এবং ‘হুইস্ক’ নামের ছবি ও ভিডিও পুনঃসম্পাদনার পরীক্ষামূলক সুবিধাও।
এছাড়া শিক্ষার্থীরা ২ টেরাবাইট গুগল ড্রাইভ স্টোরেজও ফ্রি পাবে, যা তাদের পড়াশোনার উপকরণ সংরক্ষণের জন্য দারুণ সহায়ক। বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ প্রযুক্তি খাতে তরুণদের দক্ষ করে তুলবে এবং ভবিষ্যতের চাকরি বাজারে প্রতিযোগিতা বাড়াবে। ২০২৬ সালে শিক্ষার্থীদের পরিচয় আবার যাচাই করা হবে। প্রযুক্তির ভবিষ্যৎ গঠনে গুগলের এ পদক্ষেপ নিঃসন্দেহে একটি যুগান্তকারী উদ্যোগ।