চৌদ্দগ্রাম মাদক চোরাকারবারিরা মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে বিজিবির ওপর হামলার চেষ্টা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৮ এপ্রিল, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তরক্ষী বিজিবি অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনার সময় ১৬ কেজি গাঁজা আটক করেছে। মাদক চোরাকারবারি আলেয়া বেগম মাদক আটকে ক্ষিপ্ত হয়ে সহযোগীদের মাধ্যমে মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে বিজিবির ওপর হামলার চেষ্টা চালায়। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সালুকিয়া এলাকায় ভারত সীমান্ত পিলার ২১০৬/৪-এর নিকটবর্তী স্থানে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লা বিজিবি ১০ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় আমানগন্ডা ফাঁড়ি বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২১০৬/৪-এস-এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানের মালামাল আটকের জন্য শালুকিয়া নামক স্থানে ফাঁদ পেতে থাকে। এ সময় ৫-৬ জন চোরাকারবারি বিজিবি টহল দলের অগোচরে গাঁজা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। বিজিবির তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা মালামাল রেখে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরবর্তীতে ওই স্থান থেকে বিজিবি ১৬ কেজি গাঁজা উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিজিবি টহল দল কর্তৃক এলাকার চিহ্নিত মাদক চোরাকারবারি আলেয়া বেগমের চোরাচালানকৃত মাদক আটক করায় স্থানীয় জনসাধারণকে বিভ্রান্ত করেই বিজিবি সদস্যদের ওপর আক্রমণের জন্য সহযোগীদের দিয়ে মসজিদে ‘ডাকাত ডাকাত’ বলে মাইকিং করায় এবং মাদক বহনকারীদের পালিয়ে যেতে সাহায্য করে। একপর্যায়ে চোরাকারবারিরা গ্রামবাসীকে জড়ো করিয়ে বিজিবি টহল দলের ওপর আক্রমণ করার চেষ্টা করে। তাৎক্ষণিক পার্শ্ববর্তী বিওপি থেকে বিজিবির দুটি টহল দল সালুকিয়া পৌঁছলে পরিস্থিতি শান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *