চৌদ্দগ্রাম ২৫শে মার্চ “গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৫ মার্চ, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম মঙ্গলবার (২৫শে মার্চ) সকালে উপজেলা কনফারেন্স রুমে ২৫শে মার্চ “গনহত্যা দিবস-২০২৫” উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মির হোসেন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, উজিরপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই, চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, দৈনিক দিনকাল চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি আবদুল মান্নান, মাষ্টার শহিদুল্লাহ ভূইয়া, মাষ্টার কবির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মামুন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা প্রমদ রঞ্জন চক্রবতি প্রমুখ। উক্ত আলোচনায় সভায় চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিক বৃন্দ, সুশীল সমাজ উপস্থিত ছিলেন।