কুমিল্লা নগরীতে ৫৫ হাজার ১৯১ শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারন
বিশেষ প্রতিনিধি, মীর মোজাহারুল হক ১৪ মার্চ ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : আগামী ১৫ মার্চ রোজ শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ৫৫ হাজার ১৯১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলম বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০.৩০ ঘটিকার সময় নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কেন্দ্রে প্রেস ব্রিফিং-এ উপরোক্ত তথ্য জানান।
এসময় কুমিল্লা সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু সায়েম ভূঁইয়া, মেডিক্যাল অফিসার ডা. চন্দ্রনা রাণী দেবনাথ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ, মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) মো. জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে আগামী শনিবার সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ১০৫ টি টিকাদান কেন্দ্রে ০৬-১১ মাস বয়সী ৭ হাজার ৮২৫ জন শিশুকে নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি টিকাদান কেন্দ্রে ২জন স্বেচ্ছাসেবক ও প্রতিটি ওয়ার্ডে ২জন সুপারভাইজার দায়িত্বরত থাকবেন। কোনো শিশু যাতে বাদ না পড়ে সেজন্য নগরীর টমছমব্রীজ, পূবালী চত্বর, চকবাজার বাস টার্মিনাল, শাসনগাছা বাস টার্মিনাল, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সড়ক ও কুমিল্লা রেলওয়ে স্টেশনে থাকবে ভ্র্যাম্যমাণ কেন্দ্র।
সকল টিকাদান কেন্দ্রে সহযোগি সংস্থার দায়িত্বে থাকবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট, সূর্যের হাসি ক্লিনিক, রোটারি ক্লাব, এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটি, বিডি ক্লিন কুমিল্লা। কোনো শিশুর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পর কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ প্রদান করা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে।