নোয়াখালী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যদন্ড কার্যকরের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ১১ মার্চ, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকরের দাবিতে সারাদেশের মতো উত্তাল নোয়াখালী। সাধারণ শিক্ষার্থী ব্যানারে মানববন্ধন, সমাবেশে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। ১১ মার্চ মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ে সামনে নোয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক আরিফুর রহমান, সদস্য সচিব রনি ইয়ামিন, মুখ্য সংগঠক আরিফুর রহমান।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে একের পর এক নারী ও শিশু ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানান। ঘরে, বাইরে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে, যানবাহনে সর্বত্র নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করা হয়। এভাবে কতদিন ধর্ষকের বিচার দাবিতে রাস্তায় দাঁড়াতে হবে। ধর্ষক, খুনিরা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে বলেই একের পর এক এসব ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নারী, পুরুষ সবাইকে একযোগে ধর্ষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। এমন ভয়-আতঙ্কের জনপদ কেউ চাই না।ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শিক্ষার্থী ছাড়াও  শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *