চৌদ্দগ্রাম জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০২ মার্চ, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লা চৌদ্দগ্রামে রবিবার (২রা মার্চ) সকালে চৌদ্দগ্রাম উপজেলার কনফারেন্স রুমে জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষ্যে ১ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন অফিসার মিনহাজুল ইসলাম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা জামাত ইসলামের আমির মোঃ মাহফুজুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, মাষ্টার কবির হোসেন, সাংবাদিক বেলাল হোসাইন, মামুনুর রশিদ মজুমদার প্রমুখ। উক্ত সভায় চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি চৌদ্দগ্রাম উপজেলা চত্তরের বিভিন্ন স্থান প্রদক্ষিন করেন।