সংস্কার শেষে দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন : ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ৩১ জানুয়ারি, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, কতিপয় সংস্কার জরুরী। জামায়াত সংস্কার বিহীন নির্বাচন যেমন অর্থবহ হবে না তেমনি নির্বাচন না করে সংস্কারের জন্য সময় ক্ষেপণ এদেশের জন্য কল্যাণ বয়ে আনবে না। জামায়াত পরিষ্কার ভাবে বলতে চায়, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
ডা. তাহের বলেন, ৫ই আগস্ট আধিপত্যবাদের পরাজয়ের মাধ্যমে এদেশের মানুষের মেরুদন্ড শক্ত হয়েছে। স্বৈরাচারের পতনের মাধ্যমে এদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করে। এদেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য প্রতিবেশী একটি রাস্ট্র আবারো ষড়যন্ত্রে মেতে উঠেছে। যারা আবারো প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা নিয়ে ক্ষমতায় যেতে চায় বাংলাদেশের মানুষ তাদেরকে মেনে নেবে না।
তিনি আরও বলেন, আজকে এদেশের নতুন স্বাধীনতা রক্ষার জন্য জাতীয়ভাবে আবারো ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বিএনপি অথবা জামায়াত এমন কোন কাজ, কথা বলবো না যাতে এদেশের মানুষের ঐক্যে ফাটল ধরে। শুক্রবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চৌমুহনী বাজার সংলগ্ন মাঠে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আরো বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল হালিম। মাহফিলে প্রধান বক্তার আলোচনা রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি আমীর হামজা, বিশেষ বক্তার আলোচনা রাখেন মাওলানা ইয়াহইয়া তাকী।
স্থানীয় চৌমুহনী মর্ডান স্কুল অ্যান্ড মাদ্রাসার সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা জামায়াতের আমীর এ্যাড. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, কুমিল্লা দক্ষিন জেলা শিবিরের সভাপতি মহিউদ্দিন রনি, সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের পরিচালক ডা: ফজলুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম, সেক্রেটারি আবু তাহের প্রমুখ।