কুমিল্লা সেনাবাহিনীর অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী আটক-২

কুমিল্লা প্রতিনিধি, আবদুল মান্নান, ১৪ জানুয়ারি, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : আদর্শ সদরে গতকাল রাতে একটি ঝুঁকিপূর্ণ অভিযানে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ২৩ বীর। গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। প্রথমে সন্ত্রাসী জাকির (৩৮)-এর বাড়িতে তল্লাশি চালানো হয়। তিনি প্রথমে পালানোর চেষ্টা করলেও বাড়ির বিছানার নিচে লুকিয়ে ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তার কাছে একটি অবৈধ ৭.৬৫ মিমি পিস্তল রয়েছে, যা পরে তার গ্যারেজের টিনশেড থেকে উদ্ধার করা হয়।

জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ বীরের দল রাতভর অভিযান চালিয়ে সন্ত্রাসী লিটন (৪২)-কে তার বাড়ি থেকে আটক করে। লিটনের কাছ থেকে আরেকটি ৭.৬৫ মিমি পিস্তল, দুইটি চীনা চাপাতি, দুইটি চীনা কুঠার, একটি চীনা চাকু এবং পাঁচটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়। অপরাধীরা স্বীকার করে যে এই অস্ত্রগুলো ছাত্র আন্দোলনে ব্যবহৃত হয়েছিল।

২৩ বীরের এই সাহসী ও নিরলস প্রচেষ্টা কুমিল্লা শহরের নিরাপত্তা এবং শান্তি রক্ষার জন্য একটি বড় সাফল্য। অভিযানের পর আটক সন্ত্রাসীদের এবং উদ্ধারকৃত অস্ত্রগুলো কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। শহরের আইন-শৃঙ্খলা উন্নয়নে ২৩ বীরের ভূমিকা সাধারণ মানুষের আস্থা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *