চৌদ্দগ্রাম টর্চার সেলের সন্ধান, অস্ত্রসহ এক যুবক আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৭ জানুয়ারি, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম লন্ডন বাড়ি থেকে একটি এলজি বন্ধুক, দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ সালাউদ্দিন খান নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। সে উপজেলার গুনবতী ইউনিয়নের কালিয়ারতল (বিষ্ণপুর) গ্রামের মোঃ শাহজাহানের খানের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ফকিরবাজার থেকে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী বাড়ী থেকে বন্ধুক এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করে সেনাবাহিনী। তবে এসময় তার একাধিক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম সেনাক্যাম্প সূত্রে জানা যায়, ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন ২৩ বীরের চৌদ্দগ্রাম ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে স্থানীয় একটি বাড়িকে টর্চার সেল হিসেবে ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়।

সেনা কর্মকর্তা মেজর মাহিন জানান, এই টর্চার সেলে সাধারণ মানুষকে জোরপূর্বক ধরে এনে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারির পর রবিবার (৫ জানুয়ারি) রাতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃত সালাউদ্দিন খানের বিরুদ্ধে গোপনে অস্ত্র রাখার অভিযোগ ছিল। আসামীর দেয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে তার বাড়ি ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। পরে তার বাড়ির পাশের দুইতলা ভবন থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। বাড়িটি “লন্ডনের বাড়ি” নামে পরিচিত।

জানা গেছে, ওই ভবনটি স্থানীয় সন্ত্রাসীদের নির্যাতন কক্ষ হিসেবে ব্যবহৃত হতো। ভবনটি রিয়াজ হুসেইন কামালের মালিকানাধীন। মেজর মাহিন আরও জানান, সশস্ত্র অপরাধীদের মূলোৎপাটনের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয় এবং এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সালাউদ্দিন খানের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ্জামান বলেন, রবিবার রাতে সালাউদ্দিন নামে একজনকে অস্ত্রসহ আটক করে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *