যারা বেহেস্তের সার্টিফিকেট বিক্রি করে তাদের থেকে সাবধান : কামরুল হুদা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০২ জানুয়ারি, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) :কুমিল্লা চৌদ্দগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) সকালে এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিন করে। পরে পৌর ঈদগাহ মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো: কামরুল হুদা। সমাবেশে উদ্বোধক হিসেবে ছিলেন উপজেলা বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা আবুল হাসনাত মিয়া মো: জোবায়ের। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: শাহআলম রাজু।
উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসানের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা আবির আব্দুল্লাহ চৌধুরী ও ফায়জুল ইসলাম অনিকের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা ড. জয়নুল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অলী আহমেদ মেম্মার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: ওয়াহিদুর রহমান মুজমদার মুক্তু, পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, মো: ছলিম উল্যাহ টিপু, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক ছুট্টু, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: গিয়াস উদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি মো: শাহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, উপজেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মো: শাহনেওয়াজ মজুমদার, পৌর যুবদলের আহবায়ক মো: হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: খোরশেদ আলম, উপজেলা তাঁতীদলের সভাপতি ইব্রাহিম খলিল, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন অনিক প্রমুখ।
র্যালীতে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা সহ উপজেলার তেরটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো: কামরুল হুদা বলেন, আমরা শুনেছি একটি দল বেহেস্তের টিকেট বিক্রি করে, আমি বিশ্বাস করি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলেই প্রতিদিন বেহেস্ত নিশ্চিত, কারন তিনি দেশের জনগনের সাথে হঠকারিতা করে নাই, প্রতরনা করে নাই। যারা বেহেস্তের সার্টিফিকেট বিক্রি করে তাদের থেকে সবাই সাবধান থাকবেন। তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনের প্রতিটি কেন্দ্রে মেহমানদের জন্য ছোট ছোট কিছু রাখবেন, যাতে তাদেরকে শায়েস্তা করা যায়।