চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন নোয়াখালী’র উদ্যোগে বিশ্ববিদ্যালয় দিবস পালন

নোয়াখালী  প্রতিনিধি, বিধান ভৌমিক, ২০ নভেম্বর, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন নোয়াখালী’র উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার রাতে নোয়াখালী বার লাইব্রেরি মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানের উদ্বাধনী বক্তা হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন নোয়াখালী’র উপদেষ্টা ও নোয়াখালী বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া।

‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন নোয়াখালী’র সভাপতি আজহারুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন কিরনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিক উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন নোয়াখালী’র সাধারণ সম্পাদক  খিজির হায়াত খান সেলিম। স্বাগত ভাষণ, স্মৃতিচারণ, কেক কাটা ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

উল্লেখ্য, ১৯৬৬ সালের ১৮ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবছর বিশ্ববিদ্যালয়টির ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *