কুমিল্লা সাবেক কাউন্সিলর বিল্লাল গ্রেফতার
বিশেষ প্রতিনিধি, মীর মোজাহারুল হক, ০৫ অক্টোবর ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের আলোচিত সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মোঃ বিল্লালকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ৪ নভেম্বর সোমবার দুপুরে কুমিল্লা জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত বিল্লাল কুমিল্লা নগরীর ছোটরা এলাকার বসু মিয়ার ছেলে। তিনি কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। বিল্লালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। তিনি বলেন, ‘যৌথ বাহিনী তাকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী হিসেবে উল্লেখ করে সোমবার দুপুরে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার নামে একাধিক মামলা রয়েছে থানায়।’
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরেই নানা অভিযোগে অভিযুক্ত সাবেক কাউন্সিলর বিল্লালের বিরুদ্ধে অন্তত ১৩টি মামলা রয়েছে। যদিও এর আগে ২০১৭ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে দাখিলকৃত হলফনামায় তার বিরুদ্ধে দায়ের করা ২০ মামলার তথ্য উল্লেখ রয়েছে। যার মধ্যে রয়েছে অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ।