চৌদ্দগ্রাম ত্যাগী ও কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের মিলন মেলা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৮ অক্টোবর, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ‘বিভেদ নয় ঐক্য, মেধা দ্বারা রাজনীতি’- এ স্লোগানকে ধারণ করে কুমিল্লা চৌদ্দগ্রাম ত্যাগী, পরিশ্রমী, পরীক্ষিত ও কারা নির্যাতিত নেতৃবৃন্দের সম্মিলিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ই অক্টোবর) ডলি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ডাঃ গোলাম কাদের চৌধুরী নোবেল।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ মজুমদার ফিরোজের সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং আলকরা ইউপি বিএনপির সাবেক সভাপতি খন্দকার মীর হোসেন ও কুমিল্লা জেলা কৃষকদলের সহ-সভাপতি হাসান শাহরিয়ার খাঁ’র যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহ-সভাপতি নুর হোসেন বলাই, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের মজুুমদার, গুণবতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল, আলকরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুল হাসান চৌধুরী, বীরমুক্তিযোদ্বা আবদুল খালেক, উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা খোরশেদ কবির শিপন, উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক শাহ আলম, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম জহির উদ্দিন, পৌর যুবদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা অভি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জোবায়ের হোসেন, চিওড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ ফারুক, আলকরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাহাবুবুল হক ভুঁইয়া, পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ ইয়াসিন, জালাল মোল্লা বিএসসি, ঘোলপাশা বিএনপির সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ, জগন্নাথ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মেম্বার, গুনবতী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাষ্টার আইয়ুব আলী, উজিরপুর ইউনিয়ন বিএনপি নেতা ইয়াছিন মিয়া, মুন্সিরহাট বিএনপি নেতা আবুল কালাম আজাদ, ছাত্রদল নেতা সাইদুল ইসলাম ইমন, বিএনপি নেতা আবদুর রশিদ, কনকপৈত ইউনিয়ন বিএনপি নেতা বাচ্চু মিয়া, মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হায়াতুন নবী, শুভপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আহসান হাবিব জিয়া, বিএনপি নেতা হুমায়ন কবির চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভাটি ত্যাগী ও কারা নির্যাতিত নেতা-কর্মীদের একটি মিলন মেলায় পরিণত হয়।