কাঁকড়ি নদীর রক্ষা বাঁধে বিপজ্জনক ফাটল

বিশেষ প্রতিনিধি, মীর মোজাহারুল হক, ২৬ আগষ্ট  ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার উত্তর সীমান্ত দিয়ে বয়ে যাওয়া কাঁকড়ি নদীর রক্ষা বাঁধে বিপজ্জনক ফাটল সৃষ্টি হয়েছে। যে কোন মুহুর্তে আবারো পানি বৃদ্ধি পেলে বিভিন্ন স্থানে ভাংগনের কবলে পড়ে তলিয়ে যেতে পারে আশপাশের গ্রাম গুলো  ক্ষতির মুখে পড়তে পারে হাজার হাজার মানুষ। কাঁকড়ি বাঁধের পাশের বেলঘর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহনেওয়াজ মিয়া জানান আমাদের বাড়ির পার্শে বাঁধ প্রায় ভেংগে গেছে নদীতে পানি আসলে ভয়ে রাতে ঘুমাতে পারিনা জরুরি ভাবে বাঁধ মেরামত করা না হলে যে কোন মুহুর্তে ভাংগনের কবলে পরতে পারে। জরুরী বাঁধ৷ মেরামত করে আমাদের বাঁচান। অধ্যাপক আরিফুর রহমান মন্জু বলেন কাঁকড়ি নদীর রক্ষা বাঁধ মেরামতের সময় বাঁধের গোড়ার মাটি কেটে ফেলায় বাঁধের বিভিন্ন স্থানে ফাটল সৃস্টি হয়েছে বাঁধে ব্লক বসানো হলে ভাংগন রোধ করা যাবে।
উল্লেখ্য যে ভারতে সিপাহীজলা থেকে উৎপত্তি  হওয়া এই নদী বাংলাদেশের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন হয়ে কাশিনগর ইউনিয়ন হয়ে ঢাকাতিয়া নদী দিয়ে বংগবোসাগরে গিয়ে মিশে। এবারের স্বরনকালের বয়াবহ বন্যায় বাংলাদেশের কাঠালিয়া থেকে শুরু করে চকলক্ষ্মীপুর, কৃষ্ণপুর, বেলঘর, ঘাসিগ্রাম, জগমোহনপুর, পূর্বকাশিপুর,রামচন্দ্রপুর,কলাবাগান, পরানপুর, বড়ইয়াবাড়ি, এলাকার বিভিন্ন স্থানে  বিপজ্জনক ফাটল সৃষ্টি হয়েছে কোথাও কোথাও বাঁধের বেশিরভাগ অংশ ভেংগে গেছে। গত ২১ আগষ্ট থেকে চৌদ্দগ্রাম উপজেলায় আকস্মিক বন্যায় কাঁকড়ি নদীর রক্ষা বাধ কাশিনগর ইউনিয়নের বড়ইয়া বাড়ি এলায় ভেংগে ১৫থেকে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে হাজার হাজার ঘর বাড়ি। আবারো বন্যা সৃষ্টি হলে একাধিক ভাংগন সৃষ্টি হতে পারে। যথাযথ কর্তৃপক্ষ দ্রুত ব্যাবস্থা গ্রহন করবেন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *