নোয়াখালী আওয়ামীলীগ/বিএনপির নের্তৃত্বের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ
নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ১২ জুন, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মূলধারার রাজনীতি নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালী আওয়ামীলীগ/বিএনপির তরুননারী নের্তৃত্ব বৃদ্ধি করতে ডেমেক্রেসি ইন্টারন্যাশনালের পরিচালনায় দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষক স্টাডি সার্কেল এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরে তরুনীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দিনব্যাপী কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের নেতা আবুতাহের, শহর আওয়াশীলীগের সাধারণ সম্পাদক বাবু মিথুনভট্ট, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা মমিন, জেলাবিএনপি নেতালিয়াকতআলীখান, ভিপিজসিম, ভিপিশাহানা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুহাসনাত আদনান, যুবদল নেতা এমরান, নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র আ লিক ব্যবস্থাপক আবুল বাশার প্রমুখ। কর্মশালায় বক্তৃতার কৌশল, নির্বাচন প্রচার প্রক্রিয়া, এডভোকেসি প্রক্রিয়াসহ নানান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষনে বিএনপি থেকে ৮জন ও আওয়ামীলীগ থেকে ৮জন সহ মোট ১৬জন তরুনী প্রশিক্ষণে অংশগ্রহন করেন।