চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারী ভাবে নির্বাচিত – রহমত উল্লাহ বাবুল
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৬ জুন, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে চৌদ্দগ্রাম উপজেলা ভোটগ্রহণ শেষ হয়েছে। গতকাল বুধবার (৫জুন) সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। চেয়ারম্যান পদে অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ২৫ হাজার ৩৩৫ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম গোলাম ফারুক দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪৬৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে- মোঃ ইসহাক খান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বই প্রতীক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৬৭১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ এস এম শাহিন মজুমদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪৬৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে – হাজেরা আক্তার ববি কলস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন এক লক্ষ ২৪ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রহিমা আক্তার সহ-সভাপতি উপজেলা মহিলা আওয়ামীলীগের ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫৭১ ভোট। রাতে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষনা করেন চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বাবুল।