চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচনে ৬ জনের মনোনয়ন পত্র জমা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১১ মে, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : আসন্ন (৪র্থ ধাপে) কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ চেয়ারম্যান পদপ্রার্থী, ভাইস চেয়ারম্যান পুরুষ ১ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা জানায়, উপজেলা পরিষদ নির্বাচনের অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করার শেষ তারিখ ছিলো ৯ মে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন দাখিল করেছেন। প্রার্থীরা হলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বাবুল, গোলাম ফারুক হেলাল ও তৌহিদুল ইসলাম।
ভাইস চেয়ারম্যান পদে ১ জন তিনি হলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইসহাক খান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন তারা হাজেরা আক্তার ও রহিমা আক্তার।
মনোনয়নপত্র বাছাই হবে ১২ মে। আর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ১৩ থেকে ১৫ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। ২০ মে প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে চতুর্থ ধাপের ভোট গ্রহণ।