বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালী কমিউনিটি পুলিশিং ডে পালিত
নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ০৪ নভেম্বর, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই শ্লোগানে নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কমিউনিটি পুলিশিং জেলা কমিটির উদ্যোগে জেলা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলার প্রধান সড়ক পদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে মিলিত হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ কাজী মুহম্মদ রফিক উল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিতি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল,নোয়াখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সামছুদ্দিন জোহান প্রমুখ। বক্তাগণ শহরে-গ্রামে, পাড়ায়-মহল্লায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর দলের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং সদস্যদেরকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।