বগুড়ার পুলিশ সুপার আবারো বিপিএম পদক পেলেন

বগুড়া প্রতিনিধি, এম নজরুল ইসলাম, ১১ জানুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : জঙ্গি দমন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণসহ বীরত্বপূর্ণ ও সাহসিকতার জন্য আবারো বিপিএম পদক পেলেন পুলিশ সুপার আসাদুজ্জামান (অতিরিক্ত ডিআইজি)। এছড়াও জেলার আরো ৭ পুলিশ সদস্য বিপিএম ও পিপিএম পদকে ভূষিত হয়েছেন। পুলিশ সুপার ছাড়াও ২য় বারের মত বিপিএম পদক পেয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আরিফুর রহমান মন্ডল, জেলা গোয়েন্দা শাখার (নিরস্ত্র) এসআই জুলহাজ উদ্দিন অর্জন করেছেন বিপিএম, জেলা গোয়েন্দা শাখার (নিরস্ত্র) এসআই মজিবর রহমান অর্জন করেছেন বিপিএম, প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) অর্জন করেছেন জেলা গোয়েন্দা শাখার (নিরস্ত্র) এসআই আলমগীর হোসেন, জেলা গোয়েন্দা শাখার (নিরস্ত্র) এসআই ফারুক হোসেন, জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল ইসমাইল হোসেন এবং পুলিশ লাইন্স বগুড়ার কনস্টেবল হেলাল উদ্দিন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ৮ জানুয়ারী পুলিশ সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের পুরস্কার প্রদান করেছেন। বগুড়া জেলায় এবারই প্রথম সব্বোর্চ ৮ পুলিশ পদক অর্জন করলেন।
উল্লেখ্য, এরআগে ২০১৬ সালে সারাদেশে পুলিশ বাহিনীর সদস্যদের সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২৬ জন পুলিশ সদস্যকে “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)”, ৪১ জনকে “রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)” প্রদান করা হয়। জঙ্গি-মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে পুলিশ সপ্তাহ ২০১৭ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বগুড়া জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামানকে “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও “রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৮ নভেম্বর’১৭ বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান বিপিএম অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি লাভ করেন। উল্লেখ্য, পুলিশ সুপার হিসেবে আসাদুজ্জামান সাতক্ষীরা থেকে বদলি হয়ে বগুড়ায় আসেন। বর্তমানে তিনি এই জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *