বঙ্গবন্ধুর হত্যা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ঘটনা : জাহাঙ্গীর আলম
নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ২২ আগস্ট, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম বলেছেন, বঙ্গবন্ধুর হত্যা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ঘটনা। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের মধ্য দিয়ে দেশ ও জাতি কলংক মুক্ত হয়েছে। এ শোককে শক্তিতে রুপান্তর করে সকল দেশ বিরোধী অপশক্তিকে ঐক্যবন্ধ ভাবে রুখে শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
সোমবার ২২ আগস্ট দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালীর চাটখিলের রাম নারায়নপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে শোক সভায় অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন এলে বিএনপি, জামায়াত নানান মুখি ষড়যন্ত্র চালায়। এ সময় দেশের স্বার্থে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতা কর্মিদের মাঝে ঐক্যের বিকল্প কিছু নেই। এ সময় তিনি দলীয় নেতা কর্মিদের সকল ভেদা ভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আহসান হাবিব সমির, চাটখিল বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, খিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন।