নোয়াখালী চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ২৩ মে, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর বেগমগঞ্জের চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার ০১নং আসামীকে ০৩(তিন) বছর পর গ্রেফতার করেছে সিআইডি। গত ২২ মে রাত ১১.৫০ টায় সিআইডি নোয়াখালীর বিশেষ পুলিশ সুপার মোঃ বশির আহমেদ এর দিক নির্দেশনায় ডিএমপি, ডেমরা থানা পুলিশের সহযোগিতায় তদন্তকারী অফিসার উপ-পুলিশ পরিদর্শক মোঃ আবু নোমান এর নেতৃত্বে সিআইডি নোয়াখালীর একটি টিম ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়ার হাজী নগর চেয়ারম্যানের মাঠ এলাকায় গ্রেফতার করে।
উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর ২০১৮ সালে রাত ১১.০০ টায় আসামী জাহাঙ্গীর আলম মামলার বাদী রৌশন আরা বেগম, স্বামী-আবদুল আজিজ, সাং- মহুবুল্যাপুর, গোপালপুর ইউপি, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী এর ছেলে মামলার ভিকটিম মৃত রফিকুল ইসলাম রুবেলকে ফোন করে কথা আছে বলে বাড়ীর সামনে আসতে বলে। ভিকটিম বিষয়টি বাদীকে জানিয়ে ঘর থেকে বেরিয়ে যায়।
পূর্ব শক্রতার জের ধরে আসামী জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এজাহারনামীয় অপরাপর আসামীগণ তাদের হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কোপাইয়া শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। আসামী জাহাঙ্গীর আলমের চাপাতির কোপে ভিকটিমের শরীর থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। ভিকটিমের আত্মচিৎকারে বাদী সহ আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্ধার করে তাৎক্ষনিক ভাবে নোয়াখালী সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে নিহত রুবেলের মা রৌশন আরা বেগম বাদী হয়ে গত ২৭ সেপ্টেম্বর ১৮ সালে বেগমগজ্ঞ মামলা করেন , যার নং ৬৪।