আ’লীগ কৃষি বান্ধব সরকার : মুজিবুল হক এমপি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৫ ফেব্রুয়ারি, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চৌদ্দগ্রাম উপজেলার ০৪নং শ্রীপুর ইউনিয়নের কলাবাগান গ্রামে কৃষি সম্প্রসারণ দপ্তর কতৃক আয়োজিত ২০২১-২০২২ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদের বন্টক প্রদর্শণীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক সফল রেলপথমন্ত্রী চৌদ্দগ্রামের উন্নয়নের মোঃ মুজিবুল হক এমপি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ মুজিবুল হক এমপি বলেন, বাংলাদেশের যতকিছু সাফল্য ও অর্জন-তার সবই এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। একটি নিম্ন আয়ের দেশ হতে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। তিনি দেশকে মর্যাদা ও সম্মানে বিশ্ব পরিমন্ডলে এক অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে বিপ্লব এনেছেন, সব রকমের সহযোগিতা দিয়ে সবসময় কৃষকের পাশে থেকেছেন।
তিনি আরও বলেন, বর্তমান আ’লীগ সরকার কৃষি বান্ধব সরকার। তার লক্ষ্য শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই নয়, বরং কৃষির উন্নয়নের মাধ্যমে কৃষকের জীবনমানকে উন্নত করা; গ্রামকে শহরে রূপান্তর করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের কৃষিবান্ধব নীতির ফলে দেশে কৃষি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। স্বাধীনতার পর যেখানে এক কোটি ১০ লাখ টন চাল উৎপাদন হতো, সেটা প্রায় ৪ গুণ বৃদ্ধি পেয়ে এখন তিন কোটি ৮৭ লাখ টনে উন্নীত হয়েছে।
সরকারের এখন লক্ষ্য হলো এই অর্জনকে টেকসই করার পাশাপাশি সকলের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দেওয়া। এবার রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধানের চারা রোপণ করা হবে। বর্তমান সরকার কৃষকের উৎপাদন খরচ কমাতে, কর্তনোত্তর অপচয় রোধ, শ্রমিকের কায়িক শ্রম লাঘব, শ্রমিকের অভাব পূরণ ও ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ পদ্ধতি চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা আরো লাভবান হবে।
চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, কামরুল হাসান মুরাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, জগন্নাথ দীঘি ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া, বাতিসা ইউপি চেয়ারম্যান কাজী ফখরুল ইসলাম ফরহাদ, উজিরপুর ইউপি চেয়ারম্যান নাইমুর রহমান মজুমদার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সহকারী সচিব ফয়সাল বিন করিম, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান একে খোকন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন রুবেল। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দীন।