২০১৭ সালের প্রাথমিকে পাসের হার ৯৫.১৮, ইবতেদায়ীতে ৯২.৯৪
ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার-২০১৭ ফলাফল প্রকাশ করা হয়।
এ বছর প্রাথমিক পরীক্ষায় পাসের হার ৯৫.১৮ শতাংশ এবং ইবতেদায়ীতে পাসের হার ৯২.৯৪ শতাংশ। বেলা ১টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান মন্ত্রণালয়ে এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার ফলাফল তুলে দেন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৬ লাখ ৯৬ হাজার ২১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ছাত্র ১২ লাখ ৩৯ হাজার ১৮১ জন। ছাত্রী ১৪ লাখ ৫৭ হাজার ৩৫ জন। পরীক্ষার্থীদের মধ্যে মোট ২৫ লাখ ৬৬ হাজার ২৭১ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন। এরমধ্যে ছাত্র ১ লাখ ১৫ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ১ লাখ ৪৭ হাজার ৬১ জন।
ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২ লাখ ৫৪ হাজার ৩৯৯ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এরমধ্যে ১ লাখ ২৯ হাজার ৭০৩ জন ছাত্র এবং ১ লাখ ২৪ হাজার ৬৯৬ জন ছাত্রী। মোট ২ লাখ ৩৬ হাজার ৪৪৪ জন সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে আছে। গড় পাসের হারের দিকে মেয়েরাই এগিয়ে। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাত্রদের সংখ্যা বেশি হলেও গড় পাসের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৯৪৪ জন ছাত্র এবং ১ লাখ ১৬ হাজার ৫০০ জন ছাত্রী। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৩ জন। এরমধ্যে ২ হাজার ৬০৭ জন এবং ছাত্রী ২ হাজার ৪১৬ জন।
সর্বোচ্চ পাসের হার বিবেচনায় ইবতেদায়ীতে ৭ বিভাগের মধ্যে রাজশাহী বিভাগ শীর্ষে। এ বিভাগে পাসের হার ৯৬ দশমিক ২৮ ভাগ। পঞ্চগড় জেলায় পাসের হার সর্বোচ্চ, যার শতকরা হার ৯৯ দশমিক ০২ ভাগ। মোট ৬১টি উপজেলায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে।