যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ, দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার জন্য নতি স্বীকার করবেন না জাতিসংঘের মানবাধিকার প্রধান জেইদ রাদ আল হুসেইন
জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ২১ ডিসেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হিসেবে পুনঃরায় চার বছরের জন্য নির্বাচিত হওয়ার জন্য, নতি স্বীকার করবেন না বলে জানিয়েছেন, বর্তমান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কর্মকর্তা জেইদ রাদ আল হুসেইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত হুসেইন। জাতিসংঘের হিউম্যান রাইটসের হাই কমিশনার হুসেইন এক ই-মেইলে জানান, আগস্ট মাসে তার চাকরির দ্বিতীয় মেয়াদের জন্যে তিনি তার সংস্থার বিশুদ্ধতা বিকিয়ে দেবেন না। চলতি সপ্তাহের গোড়ার দিকে এএফপিকে দেয়া এক সাক্ষাতকারে জর্দানের এই রাজপুত্র দ্বিতীয় মেয়াদে তার অবস্থান নিশ্চিত করতে রাজনৈতিক খেলোয়াড়দের সঙ্গে কোন ধরনের ‘গোপন চুক্তি করার’ বিষয়টি নাকচ করেন।