চৌদ্দগ্রামে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ০৮ আগস্ট, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন পেয়েছেন ৭ অসহায় নারী। রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম বাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন বিষয়ক কর্মকর্তা মোকাদ্দেস আলীসহ আরও অনেকে। সভা শেষে ৭ নারীর মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম মঞ্জুরুল হক বলেন, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হয়ে উঠার পিছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন তাঁরই সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিব। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের পাতায় পাতায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের অবদানের কথা লেখা আছে।
আমাদের সমাজের নারীরা সুযোগ তৈরি করে না দিলে পুরুষের একার পক্ষে বিজয় ছিনিয়ে আনা সম্ভব নয়। আমরা চাই আমাদের সমাজের নারীরা আত্মত্যাগের ক্ষেত্রে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর মতো অনুকরণীয় হয়ে উঠুক।