ফরিদগঞ্জে জেলের গলিত লাশ উদ্ধার
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি, কামরুজ্জামান, ২৫ জুলাই, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চাঁদপুরের ফরিদগঞ্জে অনাথ চন্দ্র দাস (৫৭) নামে এক জেলের গলিত লাশ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। ২৫ জুলাই রোববার বিকাল সাড়ে তিনটায় উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কড়ৈতলী গ্রামের একটি খাল থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি একই ইউনিয়নের খুরুমখালী গ্রামের প্রয়াত গোপাল চন্দ্র দাসের ছেলে। তিনি পেশায় জেলে ও তিন সন্তানের জনক।
স্থানীয় ইউপি সদস্য আলী হায়দার উজ্জল পাটওয়ারী জানান, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর ও দক্ষিণ কড়ৈতলী গ্রামকে বিভক্তকারী কচুরিপানায় ঢাকা খালে একটি অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পড়ে আছে বলে স্থানীয় লোকজন জানায়। পরে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, লুঙ্গি পড়া, গায়ে নীল রংঙের একটি গেঞ্জি পরিহীত একটি রাশ দেখতে পেয়ে আমরা স্থানীৗয় ইউপি মেম্বারকে জানাই। এক পর্যায়ে জানাজানি হলে পার্শ্ববর্তী খুরুমখালী গ্রামের রঘুনাথ চন্দ্র দাস ঘটনাস্থলে গিয়ে লাশটি তার নিঁখোজ ভাই অনাথ দাস (৫৭) এর বলে সনাক্ত করেন।
তিনি জানান, গত সোমবার সকালে তিনি বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেনি। নিখোঁজ অনাথের পরিবারের লোকজন জানায়, বাড়ীর লোকদের শরিকদের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।
ফরিদগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন জানান, সুরতহাল রিপোর্ট করার সময় লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে ।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, প্রথমে অজ্ঞাত পরিচয় হিসেবে লাশটি উদ্ধার করতে গেলেও ঘটনাস্থলেই লাশটির পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তি অনাথ দাস। পেশায় একজন জেলে। তার ভাই রঘুনাথ দাস পরনের লুঙ্গি ও গায়ের গেঞ্জি দেখে সনাক্ত করেছেন। লাশটি উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুরে পাঠানো হয়েছে। রিপোর্ট ও তদন্তের আগে মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।