২০১৭ সালে সারাবিশ্বে ৬৫ সাংবাদিক নিহত, এর মধ্যে ৫০ জন পেশাদার
গণমাধ্যম ডেস্ক, ১৯ ডিসেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ২০১৭ সালে সারাবিশ্বে ৬৫জন সাংবাদিক নিহত হয়েছে। এর মধ্যে ৫০ জন পেশাদার সাংবাদিক। মঙ্গলবার এক গবেষণা তথ্যে জানিয়েছেন রিপোর্টার্স উইদাউট বর্ডার। এ বছর সাংবাদিক হত্যায় তা গত ১৪ বছরের মধ্যে সবচেয়ে কম বলে জানিয়েছেন সংস্থাটি। সাংবাদিকরা ঝুঁকিপূর্ণ কাজ ও এলাকা এড়িয়ে চলছেন বিধায়, এ বছর মৃত্যুর হার কমে এসেছে বলে ধারণা করছেন সংস্থাটি।