নীলফামারীতে ১৮৫০ কৃষক পাচ্ছে কৃষি প্রণোদনার সার ও বীজ
নীলফামারী প্রতিনিধি, মো. শাইখুল ইসলাম সাগর, ৩০ জুন, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নীলফামারীতে বিনামুল্যে এক হাজার ৮৫০ জন কৃষকের (প্রনোদণার) মাঝে সার ও বীজ বিতরণ শুরু করা হয়েছে।
বুধবার (৩০ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্তরে বিতরণ কর্মসুচীর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। উদ্ধোধনের দিনে ৬০০ জন কৃষকদের মাঝে বিতরন করা হয়। বিতরণকৃত কৃষি পণ্যের মধ্যে ছিলো হাইব্রীড জাতের বীজ দুই কেজি, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি।
উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ২০২০-২০২১ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় কৃষকদের মাঝে বিনামুল্যে এই সার ও বীজ বিতরণ করা হচ্ছে।
বিতরন কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু, উপজেলা প্রকৌশলী নুর উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হালিম প্রমুখ।