কুমিল্লায় জাতীয়করণ কলেজ শিক্ষকদের ক্যাডার-ননক্যাডার ইস্যুতে বিসিএস শিক্ষকদের কর্মবিরতিতে, কাজকর্মে অচলাবস্থার সৃষ্টি
কুমিল্লা, ২৬,নভেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লায় জাতীয়করণ হওয়া কলেজ শিক্ষকদের ক্যাডার-ননক্যাডার ইস্যুতে দুই দিন ব্যাপী বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কুমিল্লা শাখা কর্মবিরতি পালন চলছে, কর্মবিরতির প্রথম দিনে জেলার ১১টি সরকারি কলেজ ও কুমিল্লা শিক্ষা বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা ক্যাডারের কর্মবিরতি কারণে প্রতিষ্ঠানগুলোতে কাজকর্মে অচলাবস্থার সৃষ্টি হয়।
কর্মবিরতির কারণে প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং গুরুত্বপূর্ণ কাজে আসা লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন। সরকারি কলেজসমূহে পরীক্ষাগ্রহণসহ শিক্ষা কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। জেলার ১১টি সরকারি কলেজ, কুমিল্লা শিক্ষাবোর্ড, কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর কুমিল্লা কার্যালয়ে শিক্ষা ক্যাডারে কর্মকর্তারা পালন করছে।