নরসিংদীর মনোহরদীতে স্বাধীনতার সংগ্রাম ভাস্কর্য উদ্বোধন
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ২৯ আগস্ট, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে নরসিংদীর মনোহরদীতে ‘স্বাধীনতার সংগ্রাম’ ভাস্কর্য উদ্বোধন করেন নরসিংদী ৪-(মনোহরদী-বেলাব) সাংসদ শিল্পমন্ত্রী এড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মনোহরদী পৌর সভা কার্যালয় চত্বরে ২৫ লহ্ম টাকা ব্যয়ে নির্মিত এই ভাস্কর্যটি উদ্বোধন করেন শিল্পমন্ত্রী।
মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা ক্লাবের সভাপতিও নরসিংদী জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য খায়রুল মজিদ মাহমুদ চন্দন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.মু.ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার শাফিয়া আক্তার শিমু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, সহকারী কমিশনার(ভূমি) ইকবাল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান এম.এস.ইকবাল আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, মনোহরদী থানা অফিসার ইনাচার্জ মনিরুজ্জামান, মনোহরদী সরকারী কলেজের অধ্যহ্ম গোলাম ফারুক, সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা, মনোহরদী পৌর আওয়ামীলীগের সভাপতি কফিল উদ্দিন, সাধারন সম্পাদক আবদুস সামাদ মোল্লা যাদু প্রমুখ। পৌর কাউন্সিলর, উপজেলা আওয়ামীলীগ, য়ুবলীগ, ছাত্রলীগ, দলের সহযোগী সংগঠনের নতাকর্মীরা উপস্থিত ছিলেন।