ঝিনাইদহে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা
ঝিনাইদহ প্রতিনিধি, জাহিদুর রহমান তারিক, ২২ ফেব্রুয়ারি ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : অমর একুশে ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে স্থানীয় সংসদ সদস্যগন ও জেলা প্রশাসক শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। পর্যায়ক্রমে পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, ঝিনেদার আঞ্চলিকা ভাষা গ্রুপ, ছাত্রলীগ, যুবলীগ, জাসদ, ছাত্রমৈত্রীসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এসময় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা প্রশাসক জাকির হোসেন, সিভিল সার্জন ডাঃ রাশেদা সুলতানা, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, সদর থানার ওসি এমদাদ শেখ, ট্রাফিক ইনেসপেক্টর কৃষ্ণ সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, সচিব রেজাই রাফিন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম প্রমুখ সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।